বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০২০

বরগুনার আমতলীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


করোনা ভাইরাসের প্রভাবে বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সোমবার পৌরসভা কার্যালয়ের সামনে নয়টি ওয়ার্ডের এক হাজারজন হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু, আঁধা লিটার তৈল, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি করে ডেটল সাবান বিতরণ করা হয়েছে।

এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবক্কর সিদ্দিক, এসআই নজরুল ইসলাম, পৌরসভার সকল কাউন্সিলর, সাংবাদিক ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সকল হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

এদিকে আজ সকাল থেকে বরগুনা জেলা পরিষদের পক্ষ থেকে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

এছাড়াও দরিদ্র মানুষদের খুজে বের করে ঘরে ঘরে গিয়ে সরকারের পক্ষ থেকে দেয়া খাদ্য সহায়তা চাল ডাল ও আলুর বস্তা পৌছে দিয়েছেন বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১