বাংলাদেশের খবর

আপডেট : ৩০ মার্চ ২০২০

করোনা প্রতিরোধে রাঙ্গাবালী থানা পুলিশের নানামুখী কার্যক্রম অব্যাহত


পটুয়াখালীর রাঙ্গাবালীতে করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেনতনামূলক বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে থানা পুলিশ। গত কয়েকদিন ধরে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সদস্যরা ।

প্রতিদিন উপজেলার বাহেরচর, খালগোড়া, নেতা, মৌডুবি, বড়বাইশদিয়া ও মোল্লার বাজারসহ বিভিন্ন এলাকায় বাজার দর মনিটরিংসহ নিত্যপণ্য কিনতে আসা ক্রেতাদের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশনা দেয় হয়।

পাশাপাশি কাঁচাবাজার, মুদি দোকান ও ঔষুধের দোকানের সামনে একটি নির্দিষ্ট দূরত্ব পর পর ক্রেতাদের দাঁড়ানো ও কোন কাজ ছাড়া বাড়ির বাইরে কাউকে না আসার আহবান জানানো হয়।

রাঙ্গাবালী থানা ওসি আলী আহমেদ বলেন, জনসচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র মাধ্যম। তাই রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ, হাত ধোয়া কর্মসূচি, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। 

এখানে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও উপজেলার হাট বাজার গুলোতে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১