বাংলাদেশের খবর

আপডেট : ৩১ মার্চ ২০২০

করোনা ভাইরাস প্রাদুর্ভাব

ঢালাও পরীক্ষার সুযোগ নেই : স্বাস্থ্য অধিদপ্তর


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, করোনা ভাইরাসের পরীক্ষা ঢালাওভাবে করার সুযোগ নেই। এ ব্যাপারে বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ নিয়ে একটা গাইডলাইন তৈরি করে তা মাঠপর্যায়ের চিকিৎসকদের দেয়া হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসিকে ডা. আবুল কালাম আজাদ বলেন, "এটা কেবল বাংলাদেশের নয়, সারা পৃথিবীর সঙ্কট। আমরা মানুষকে উপদেশ দিচ্ছি যে, তারা যেনো নমুনা দেয়ার জন্য হাসপাতালে না আসে। আমাদের ফোন করলে আমরা তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবো। কিন্তু এটা সত্য যে সব মানুষের পরীক্ষা করা হবে না। কারণ এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিক এখন সারা বিশ্বেই দুষ্প্রাপ্য। ফলে এ ব্যাপারে যুক্তির আশ্রয় নিতে হবে।"

সরকারি হিসাবে সোমবার (৩০ মার্চ) নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯জনে। আর এ ভাইরাসে মৃত্যু বরণ করেছেন ৫ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১