বাংলাদেশের খবর

আপডেট : ৩১ মার্চ ২০২০

আক্কেলপুরে আইসোলেশনে থাকা ৩ জন করোনামুক্ত


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অতিথিশালায় আইসোলেশনে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৩ জন রোগী করোনা ভাইরাসমুক্ত বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আইসোলেশনে থাকা ৩ জন রোগীর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের কোনো জীবাণু পায়নি আইইডিসিআর। গত শনিবার তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিল জেলা সিভিল সার্জন অফিস।

ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা ওই তিন রোগীর নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনার উপস্থিতি পায়নি বলে সোমবার (৩০ মার্চ) রাতে জেলা সিভিল সার্জনকে পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছে আইইডিসিআর কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা কালাই ও ক্ষেতলাল উপজেলার তিন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনার জীবাণু পাওয়া যায়নি।

আইইডিসিআর কর্তৃপক্ষ নমুনা পরীক্ষার প্রতিবেদনের কপি তার দপ্তরে ইমেইলে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১