বাংলাদেশের খবর

আপডেট : ৩১ মার্চ ২০২০

দিনাজপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন, ইউপি সদস্যকে ১লাখ টাকা জরিমানা


দিনাজপুরের বীরগঞ্জে সরকারি ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বরেন্দ্র নাথ দেব শর্মা নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম এই রায় প্রদান করেন।

জরিমানা প্রাপ্ত বরেন্দ্র নাথ দেব শর্মা ভোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম জানান, বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের গান্ডারা গ্রাম দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদী থেকে বালু উত্তোলনের সময় তাকে আটক করা হয়। পরিবেশ বিপন্ন করে সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে সে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে।

মঙ্গলবার দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১