বাংলাদেশের খবর

আপডেট : ৩১ মার্চ ২০২০

মধুপুরে করোনা সন্দেহে গার্মেন্টস কর্মীর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী


টাঙ্গাইলের মধুপুরে হবিবুর রহমান হবি (৩৫) নামের এক গার্মেন্টস কর্মী কয়েক দিন ধরে জ্বরে ভোগার পর আজ মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেন। স্থানীয়দের ধারণা তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহত হবি উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের টেক্কার বাজার এলাকার হাসান আলীর ছেলে। তিনি ঢাকায় থেকে গার্মেন্টেসে কাজ করতেন বলে জানা গেছে।

মহিষমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়া লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলেটি ঢাকায় থেকে কাজ করতো। কয়েক দিন আগে জ্বর নিয়ে বাড়িতে এসেছিল। বিষয়টি তারা গোপন রেখেছিল। এর আগে পাতলা পায়খানা শুরু হয়েছিল। আজ রক্ত বমি হয়েছে। দুপুরে তার মৃত্যুর পরই এসব খবর শোনা গেছে।

এ ব্যাপারে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, করোনা ভাইরাস সংক্রান্ত টিমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিম পাঠানো হচ্ছে। মৃতের রক্তের নমুনা সংগ্রহ করে তার জানাজা শেষে দাফন হবে। আশে পাশের বাড়িসহ এলাকা লকডাউন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুবিনা ইয়াসমিন জানান, যতটুকু জানা গেছে করোনার উপসর্গের সাথে মিলে না। পায়খানার দ্বার দিয়ে রক্ত যাওয়া বা রক্ত বমি হওয়া তো করোনার উপসর্গ নয়। তবুও পরীক্ষা করে জানা যাবে করোনা কি না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১