বাংলাদেশের খবর

আপডেট : ০১ এপ্রিল ২০২০

করোনার ভয়ে বসে না থেকে ধান চাষ করছেন কৃষকরা


মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পোদ্দারপাড়া বিলে বেলা ১২টায়প্রচন্ড রৌদ্রের মধ্যে আলুর জমিতে ধানের চারা রোপন সহ জমি তৈরির কাজ করতে দেখা যায় স্থানীয় কৃষকদের।

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি মূলত দেশের বৃহৎ আলু উৎপাদনকারী অঞ্চল। আলু উত্তোলনের পর জমি মূলত অন্য ফসল রোপনের জন্য প্রস্তুত থাকে। জমিতে পর্যাপ্ত সার থাকে, মাটিতে অতিরিক্ত ব্যয় নেই তাই ইরি ধানের চাষে মনযোগী এ অঞ্চলের কৃষকরা।

উপজেলার ১৩টি ইউনিয়নের দশ হাজার ২০ হেক্টর জমির আলু উত্তোলনের পর ৬ হাজার ৫ শত হেক্টর জমিতে ইরি আবাদে জমির আইল বাধা, লোল করা, আলু জমির খরকুটা পরিস্কার সহ খুটিনাটি কাজ করছ।

পোদ্দারপাড়া বিলে ধানের চারা রোপনের সময় আউয়াল কাজী জানান, এবার আলুর ফলন ভাল হয়েছে দামও ভাল। সিজনটা মনে হলো ভাল যাবে তাই করোনার ভয়ে ঘড়ে বসে না থেকে ধান চাষে নেমে পরলাম।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার বলেছেন, সামাজিক দূরত্ব মেনে কাজ করতে, আমরা তাই করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ইরি ধানের চাষের জন্য টঙ্গীবাড়ির আলু উত্তোলনের পর জমি গুলো খুবই উর্বর। অন্যান্য বছর ধান চাষে সাফল্য ও পেয়েছে তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১