বাংলাদেশের খবর

আপডেট : ০১ এপ্রিল ২০২০

ঘোড়াঘাটে ৮‘শ পরিবার পেল সরকারি ত্রাণ সহায়তা

ঘোড়াঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে দুরত্ব ও সর্তকতা অবলম্বন করে খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করছে পৌরসভার কাউন্সিলররা। ছবিটি আজ ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজ থেকে তোলা প্রতিনিধির পাঠানো ছবি


মহামারী আকার ধারণ করা নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। যাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো। এমন পরিস্থিতিতে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার অসহায়, হতদরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর ৮০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেছে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।

আজ মঙ্গলবার (১লা এপ্রিল) সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা ত্রাণ সামগ্রী নিয়ে খেটে খাওয়া দিনমজুর মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেয়। ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি সর্বশ্রেণীর মানুষজনকে করোনা হাত থেকে রক্ষায় সতর্ক ও সচেতন হতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়।

পৌর মেয়র আঃ সাত্তার মিলন বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশনায় সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী পৌর এলাকার খেটে খাওয়া দিন মজুর মানুষের বাড়িতে পৌঁছিয়ে দিলাম। বর্তমান পরিস্থিতিতে যারা প্রকৃত গরিব ও মানবেতর জীবন যাপন করছে তাদের তালিকা আমরা করে রেখেছিলাম। সেই তালিকা অনুযায়ী আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। করোনা ভাইরাস মোকাবেলায় দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি নির্দেশনায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১