আপডেট : ০১ এপ্রিল ২০২০
করোনাভাইরাস সন্দেহে ভোলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা যুবক পালিয়েছে। ভোলা সিভিল সার্জন ডা.রতন কুমার ঢালী তথ্য নিশ্চিত করে জানান, ওই যুবক মঙ্গলবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভোলা সদর হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে রাখা হয়। আজ বুধবার তার পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করার কথা ছিলো। কিন্তু সে আজই আইসোলেশন থেকে পালিয়ে যায়। তবে কেনো সে পালিয়ে গেছে সেটা আমরা জানতে পারিনি। তাকে খোঁজা হচ্ছে। জানা গেছে সে ভোলা শহরতলীর বাপ্তা এলাকার শেলটেক টাইলস ফেক্টরিতে কাজ করে। তার বাড়ী রংপুর এলাকায়। সিভিল সার্জন আরো জানান, ভোলার সাত উপজেলায় এ পর্যন্ত ৪২৯ জনকে হোম কোয়ারেন্টইনে রাখা হয়েছিল। এদের মধ্যে ২৬৫ জনের হোম কোয়ারেন্টইন শেষ হয়েছে। এখন ১৬৪ জন হোম কোয়ারেন্টইনে রয়েছে। এছাড়া আরো একজন আইসোলেশনে রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১