বাংলাদেশের খবর

আপডেট : ০১ এপ্রিল ২০২০

চিতলমারীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

নিহত গৃহবধু ইতি বেগম প্রতিনিধির পাঠানো ছবি


বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া পূর্বপাড়া থেকে ইতি বেগম (২২) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে চিতলমারী থানা পুলিশ এই লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনায় নিহতের মা লাইলী বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত ইতি বেগমের ভাসুরের স্ত্রী (বড় জা) সানজিদা বেগম (১৯) কে থানা নিয়ে এসেছে। বাগেরহাট অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াহেদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানান, এক বছর পূর্বে পিরোজপুর জেলার আরামকাঠি গ্রামের হারান শিকদারের ছোট মেয়ের সাথে জাহিদুর রহমান মধুর পারিবারিক ভাবে বিয়ে হয়। সোমবার ১১ টায় ছদর মীরের বাড়িতে চুরির অভিযোগে এলাকার কয়ে‘শ লোক অতর্কিত হামলা চালায়। এ ঘটনার পর সকলেই প্রাণভয়ে বাড়ী ছেড়ে তাদের আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে থাকে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইতি বেগম তার ভাসুরের ছেলে সাগর (১৪) কে নিয়ে নিজের বাড়ীতে ফিরে গিয়ে অবস্থান করে। বুধবার বেলা ১১ টার দিকে পার্শ্ববর্তী লোকজন তাদের ঘরের দরজা বন্ধ দেখে পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। 

ইতির ভাসুর হাফিজুর মীর এর স্ত্রী সানজিদা (১৯) জানান, সাগর ও তার দু:সম্পর্কের আত্মীয় সেলিনার সাথে মঙ্গলবার রাতে ফোনে কয়েকবার কথা হয়। তবে সানজিদা বাড়িতে ছিলনা বলে জানান।

নিহত ইতির মা লাইলী বেগম বলেন, মঙ্গলবার রাত ৮টায় তার মেয়ের (ইতি) সাথে মুঠোফোনে কথা হয়। তিনি মেয়ের কাছে ঘরবাড়ি ভাংচুড়ের বিষয় জানতে চায় এবং সাগর সহ দু’জনে ওই বাড়িতে অবস্থান করছে বলে জানতে পারেন। ইতি আরো জানায় তার ভাসুর ও জা রাতে বাড়িতে আসার কথা বলেছে, সে কারণে তারা বাড়িতে অবস্থান করে।

তিনি আরো জানান, বুধবার সকাল ৮টায় সাগরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ইতির কথা জানতে চান। সাগর তাকে বলে, সে বাড়ির বাইরে আছে, পরে কথা হবে।

কলাতলা ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান জানান, এটি একটি ন্যাক্কারজনক হত্যা। এ হত্যার মূল রহস্য উদঘাটন করে পুলিশ প্রকৃত অপরাধীদের সনাক্ত করবেন বলে আমি আশাবাদী।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরীফুল হক জানান, ধারালো অস্ত্র দিয়ে ইতির গলা কেটে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য জোর প্রচেষ্টা চলছে। অপরাধীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

নিহতের মা লাইলী বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১