বাংলাদেশের খবর

আপডেট : ০২ এপ্রিল ২০২০

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু 


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া সীমান্তের জিরো লাইনে ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে ভারত থেকে আসার পথে উপজেলার চোচপাড়া  বিওপির ৩৭৯/১- এস নম্বর পিলার  এলাকার বিপরীতে ভারতের ১৭১ চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ঁলে ভারতের ১০০ গজ অভ্যন্তরেই নিহত হন ওই ব্যক্তি।

জয়নাল আবেদিন রানীংকৈল উপজেলার জনগাও ভাংবাড়ি গ্রামের মো: সমির উদ্দিন ওরফে মাঝিলের ছেলে বলে জানায় নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়পালাশ বাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহিম ব্যাক্তি নিহতের সত্যাতা নিশ্চিত করেন। 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেফন্যান্ট কর্ণেল সহিদুল ইসলাম জানিয়েছেন, ‘আমরা জানতে পেড়েছি তিনি আগে বাংলাদেশি ছিলেন কিন্তু ৮-১০ বছর আগে ভারতে চলে যান। সেখানেও তার পরিবার আছে আইডিকার্ড ও রেশন কার্ড আছে। তিনি ভারতেই থাকতেন। তিনি বর্ডারে গুলি খাওয়ার পরে তার লাশ ভারতে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’ 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১