আপডেট : ০৩ এপ্রিল ২০২০
কুষ্টিয়ায় করোনার এই দুর্যোগের সময়ে বন্ধ ক্লিনিকগুলো যেন আর না খুলতে পারে তার পদক্ষেপ নিতে জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ।সেই সাথে করোনার ভয়ে যে সকল ইন্টার্নি চিকিৎসক অনুপস্থিত তাদের তালিকা তৈরী করতেও বলেন তিনি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ আরো বলেন, করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতঙ্কিত। কারণ ইতোমধ্যে করোনাভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, ৫৩ হাজারের অধিক মানুষ মারা গেছে। বাংলাদেশে করোনাভাইরাস মহামারি আকারে না আসলেও আমরা কিন্তু শঙ্কিত আছি। করোনাভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা, অন্যের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনাভাইরাসের বৈশিষ্ট্য হলো এক দেহ থেকে আরেক দেহে সংক্রমিত করা। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম ও মেডিকেল কলেজের অধ্য¶সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১