বাংলাদেশের খবর

আপডেট : ০৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস

বাংলাদেশে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯


দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯ জন।

আজ শনিবার করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, এর আগে ৬ জনের মৃত্যু হয়েছিল। নতুন দুজনসহ দেশে মৃত্যুর সংখ্যা মোট ৮ জন হলো। নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭০। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ জন।

তিনি আরও বলেন, নতুন করে ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ৪৩৪টি।

বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে জ্যামিতিক হারে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭০ জন। মারা গেছেন ৮ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১