বাংলাদেশের খবর

আপডেট : ০৪ এপ্রিল ২০২০

পৃথক নজরদারিতে তাবলিগ জামাতের ৩২১ বিদেশি


ভারতে তাবলিগ জামাতের সমাবেশ থেকে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ফলে দাওয়াতি কাজে বাংলাদেশে আসা ৩২১ বিদেশি তাবলিগ সদস্যকে ঢাকার দুটি মসজিদে নজরদারিতে রাখা হয়েছে।

তাবলিগ এই সদস্যদের পৃথক মসজিদে আলাদা করে রখা হয়েছে। তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হবে না। আবার তাদের কেউ ওই মসজিদ থেকে বেরও হতে পারবেন না।

যাত্রাবাড়ী ও রমনা থানা পুলিশ গণমমাধ্যমকে জানায়, ৩২১ জনের মধ্যে ঢাকার কাকরাইল জামে মসজিদে আছেন ১৯১ জন। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী তারা। বাকি ১৩০ জনকে জড়ো করে রাখা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে।

যাত্রাবাড়ী থানার ওসি মো মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিবাদমান দুটি অংশের মধ্যে মাওলানা জোবায়েরের অনুসারী ১৩০ জনকে মদিনা মসজিদে রাখা হয়েছে। তারা ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নাগরিক। মদিনা মসজিদে বড় হওয়ায় ১৩০ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে এনে সেখানে আলাদা রাখা হয়েছে। তাদের দাওয়াতি কাজ শেষ। বিমানবন্দর খুললেই তাদের দেশে পাঠানো হবে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বর্তমানে কাকরাইল মসজিদে কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না। কাকরাইল মসজিদে বিদেশিদের পাশাপাশি তাদের দেখাশোনার জন্য ৩০ থেকে ৪০ জন রয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশ থেকে অনেকের মধ্যে করোনা রোগ ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়।

গত দুদিনের পরীক্ষায় ওই সমাবেশে অংশ নেয়া ৬৫০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে। এরপর প্রায় দুই হাজার মুসল্লিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার পেরিয়েছে।

মালয়েশিয়ায় তাবলিগের একটি সমাবেশ থেকে দেশটির অনেকের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১