বাংলাদেশের খবর

আপডেট : ০৪ এপ্রিল ২০২০

শরণখোলায় পাচারকালে ১৮ বস্তা সরকারি চাল জব্দ


বাগেরহাটের শরণখোলায় পাচারকালে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাফালবাড়ি বাজার থেকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এই চাল জব্দ করেন। এসময় গোডাউনে চাল রাখার অভিযোগে রায়েন্দা গ্রামের মজিদ মুন্সীর ছেলে লিটন মুন্সীকে আটক করা হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, অধিক মুনাফা লাভের আশায় তাফালবাড়ির বাজারের ১০ টাকা কেজি দরে সরকারী চাল বিক্রির ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা মূল্যে চাল বিক্রি না করে ১৮ বস্তা চাল সরিয়ে ফেলে লিটনের গোডাউনে রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই চাল জব্দ করা হয়। সংশ্লিষ্ট ডিলারকে গ্রেপ্তারের চেস্টা চলছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ডিলার তারিকুল ইসলাম তারেক শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান পরভেজের ছোট ভাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১