বাংলাদেশের খবর

আপডেট : ০৪ এপ্রিল ২০২০

নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোয় ইজারাদারকে জরিমানা


টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোর দায়ে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলার আউলিয়াবাদ হাটের ইজারাদার শাম আলমকে এ অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া বিভিন্ন জায়গায় অযথা ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে তিনজকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে মানুষের সমাগম বন্ধে সব হাট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে হাটের ইজারাদার হাট বসান। এজন্য তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে তিনজনের কাছ থেকেও জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান সেনাবাহিনীর সহযোগিতায় ওই হাট বন্ধ করে দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১