বাংলাদেশের খবর

আপডেট : ০৪ এপ্রিল ২০২০

জুন পর্যন্ত ক্রেডিট কার্ডে জরিমানা বা বাড়তি চার্জ নয়


নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নির্ধারিত তারিখে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে না পারলে, জুন পর্যন্ত কার্ড গ্রহীতার কাছ থেকে কোনো জরিমানা বা বাড়তি চার্জ নিতে পারবে না ব্যাংক।

আজ শনিবার জরুরিভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে। এত বল‍া আছে, এরই মধ্যে কোনো ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে।

এর আগে, এক সার্কুলারে গাড়ি, বাড়ি, ব্যবসাসহ অন্য সব ঋণের মত ক্রেডিট কার্ডের গ্রাহককেও আগামী জুন পর্যন্ত খেলাপি না করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন একই সময় পর্যন্ত জরিমানা আদায় না করতে নির্দেশ দেয়া হল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১