বাংলাদেশের খবর

আপডেট : ০৪ এপ্রিল ২০২০

সিংগাইরে নিম্নবিত্ত, শ্রমজীবিদের মাঝে ইউএনও'র ত্রাণ বিতরণ


সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ ঘরে অবস্থান করা নিম্নবিত্ত শ্রমজীবি মানুষকে যাতে অনাহারে থাকতে না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সিংগাইর উপজেলাতেও নিম্নবিত্ত, শ্রমজীবিদের সরকারি ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা।

তিনি সকাল-সন্ধ্যা প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে নিজ হাতে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন।

উপজেলা সূত্রে জানা জানা যায়, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অঘোষিত লকডাউনে থাকা দরিদ্র পরিবারের মাঝে সপ্তাহব্যাপী ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১টি সাবান বিরতণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে পৌরসভাসহ ১১টি ইউনিয়নের মধ্যে ৮ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে সহযোগীতা করেছেন সহকারি কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর হোসেন, ওসি এলএসডি মোঃ আলমগীর কবির, পৌর মেয়র এ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, জাহিদুল ইসলাম ভূইয়া প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১