বাংলাদেশের খবর

আপডেট : ০৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস মোকাবেলা

সাধারণ ছুটির মেয়াদ বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত


করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশে তৃতীয় দফায় ছুটি বাড়ানো হয়েছে। আগামী ১২ থেকে ১৪ এপ্রিলও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ রোববার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

এদিকে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৮ জনে। এরমধ্যে মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।

অন্যদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৩৫৭। সেখানে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪৫২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১