বাংলাদেশের খবর

আপডেট : ০৫ এপ্রিল ২০২০

বাগেরহাটে ১০ টাকা দরে চাল বিক্রি শুরু


বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমন রোধে ঘরে থাকা জেল সদরের দরিদ্র জনগোষ্ঠির মধ্যে খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে।

রোববার সকাল থেকে বাগেরহাট পৌরসভার দাশপাড়ার মোড়, বাসাবাটি, নাগেরবাজার, পূর্ব বাসাবাটিসহ ৯টি ওয়ার্ডে একযোগে এ চাল বিক্রি শুরু করে জেলা খাদ্য বিভাগ।

জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার জানান, করোনার প্রভাবে ঘরে থাকা দরিদ্র মানুষের জন্য সরকারি নির্দেশনায় খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। একজন ক্রেতা তার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সপ্তাহে পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ চাল বিক্রি কার্যক্রম চলবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১