বাংলাদেশের খবর

আপডেট : ০৬ এপ্রিল ২০২০

রাজধানীতে করোনায় এবার এক দুদক কর্মকর্তার মৃত্যু


রাজধানীতে করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। আজ সোমবার (৬ই এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে, কুয়েত মৈত্রী হাসপাতালে ওই কর্মকর্তার মৃত্যু হয়।

বর্তমানে তার স্ত্রী-সন্তানও আইসোলেশনে রয়েছেন। আর, তিনি যে বিভাগে কর্মরত ছিলেন সেই বিভাগের সহ-কর্মীরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এরআগে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। জ্বর-কাশিসহ উপসর্গ দেখা দিলে দুদকের ওই কর্মকর্তা গত ৩০শে মার্চ আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন।

করোনা পরীক্ষায় পজিটিভ হলে সে রাতেই তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। ১লা এপ্রিল ভোর ৫টায় তাকে ভেনটিলেশনে রাখা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১