বাংলাদেশের খবর

আপডেট : ০৬ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে করোনা ভাইরাস

আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়াল, মৃত্যু ৬৯ হাজারেরও বেশী


সারাবিশ্বের ২০৮টি দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৯ হাজারেরও বেশী মানুষ।

আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৭৯ জনে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭১২ জন। মারা গেছেন ৬৯ হাজার ৪৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বিশেষ করে বলা যায় যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৩০ হাজার।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১