বাংলাদেশের খবর

আপডেট : ০৬ এপ্রিল ২০২০

করোনায় যুবরাজের অনুদান ৫০ লক্ষ রুপি


চলমান করোনা ভাইরাসের সচেতনতার জন্য প্রচারে নামা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে সমর্থন করায় উগ্র সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের সাবেক মহাতারকা যুবরাজ সিং।

তবে এর সমালোচনার জবাবও দিয়েছিলেন তিনি। এবার নিজ দেশের করোনা তহবিলে বড় অংকের অনুদান দিয়েছেন ৬ বলে ৬ ছক্কার ইতিহাস গড়া যুবরাজ।

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী লাগাম ছাড়া হয়ে উঠছে করোনা ভাইরাস। ভারতও পরিস্থিতি খুব খারাপ। যা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজকে। করোনা তহবিলে তিনি দান করেছেন ৫০ লক্ষ রুপি। ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ জমা দিয়েছেন তিনি।

মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন যুবরাজ। ঘাতক ব্যাধি ফুসফুস ক্যান্সারকে জয় করে তিনি আবারও ফিরেছেন ক্রিকেটমাঠে। এবার মারণ ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এলেন মৃত্যুঞ্জয়ী যুবরাজ।

ভারতে প্রতিনিয়তই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন যুবরাজ। তিনি লিখেছেন, 'একতাই বল'।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১