বাংলাদেশের খবর

আপডেট : ০৭ এপ্রিল ২০২০

মাওয়ায় ৬০ মণ জাটকা উদ্ধার


মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় অভিযান চালিয়ে ৩টি পিকাপভ্যানসহ প্রায় ৬০ মণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল কবিরের নেতৃত্বে একদল নৌপুলিশ সদস্য অভিযান চালিয়ে এক ব্যক্তিসহ এ পিকাপভ্যান তিনটি জাটকাসহ আটক করে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল কবির জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওয়া চৌরাস্তার কাছে অভিযান চালিয়ে ঢাকামুখী ৩টি পিকাপভ্যান আটক করা হয়। এসময় পিকাপভ্যান হতে প্রায় ৬০ মণ জাটকা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা ৫-৬ জন লোক পালিয়ে যায়। নৌ-পুলিশ একজন চালককে আটক করতে সক্ষম হয়। পরে লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার। পরে উদ্ধারকৃত জাটকাগুলো গরীব দুঃখী ও এতিমদের মাঝে বিলি করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান জানান, পিকাপে ৬০ মণ জাটকাসহ অন্যান্য মাছও ছিল। তাই জাটকা মাছ গরীর দুঃখীর মাঝে বিলিয়ে দেয়া হয়েছে। আটককৃত চালককে ছেড়ে দেয়া হয়েছে। তবে পিকাপ তিনটি আটক রেখে এর মালিককে তলব করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১