বাংলাদেশের খবর

আপডেট : ০৭ এপ্রিল ২০২০

করোনায় চলাচল

তালতলীতে অনুমোদনকৃত গাড়ীতে পুলিশের স্টীকার প্রদান


বরগুনার তালতলীতে করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় সীমিত ও নিধারিত জায়গায় যাত্রীবাহী অটোবাইক ও মাহেন্দ্র চলাচল এবং জরুরী রোগী সেবায় এ্যাম্বুলেন্স চলাচলে অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দিয়েছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে তালতলী থানা চত্বরে এ অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দেয়া হয়।

জানা গেছে, বর্তমান নোভেল-১৯ করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলা করতে জেলা পুলিশের নির্দেশে তালতলী উপজেলার মধ্যে চলাচলকৃত ১০টি যাত্রীবাহী অটোবাইক ও ১০টি যাত্রীবাহী মাহেন্দ্র চলাচলের জন্য অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দিয়েছে পুলিশ। এছাড়াও জরুরী রোগী আনা নেয়ার জন্য ৪টি এ্যাম্বুলেন্স চলাচলে অনুমোদনকৃত স্টীকার লাগিয়ে দেয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. মহরম আলী, সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. রবিউল ইসলাম, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ও তালতলী থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১