বাংলাদেশের খবর

আপডেট : ০৭ এপ্রিল ২০২০

কালিয়াকৈর শিক্ষা অফিস ও শিক্ষকদের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে জমা


মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৪লক্ষ ৯৯হাজার ৩শত ৫৫ টাকা জমা করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাথমিক শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

জানা যায়, ওই মহান চাকুরিজীবীদের বৈশাখী ভাতার ২০ শতাংশ তারা তহবিলে জমা দিয়েছেন করোনা ভাইরাস মোকাবিলায়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭৪৬ জন শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষা অফিসের ১০ জন কর্মকর্তা - কর্মচারী তাদের প্রাপ্ত ভাতা হতে ২০ শতাংশ দেশের জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তিনি দেশের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার ও জনসাধারণ কে ঘরে অবস্থান করার আহবান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১