বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে ১ জন করোনায় আক্রান্ত, ৩৫ বাড়ি লকডাউন


টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাস আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। তার বাড়িসহ আশপাশের ৩৫টি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

আজ বুধবার সকালে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, মঙ্গলবার রাতেই ওই রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, ওই রোগী নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে চাকরি করেন। গত রোববার তিনি নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরের ভাওড়া গ্রামের বৈরাগী পাড়ায় নিজ বাড়িতে যান। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার রাতে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় প্রশাসন। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চিকিৎসক দল তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১