বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২০

চুয়াডাঙ্গায় ফরম পূরণ করলেই খাদ্য সহায়তা পৌঁছে যাচ্ছে বাড়িতে


চুয়াডাঙ্গায় কর্মহীন মানুষের খাদ্য সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে জেলা পুলিশ। হেল্প ডেস্কে তথ্য পূরণ করলেই খাদ্য পৌঁছে যাবে বাড়িতে। এ কর্মসুচিতে জেলার বিত্তবানদের যার যার অবস্থান থেকে গরীব দুঃস্থদের সাহায্য করার আহ্বান জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

গতকাল মঙ্গলবার রাতে পুলিশ সুপার জাহিদুল ইসলাম গাড়িযোগে কর্মবঞ্চিত গরীব ও দুস্থ ১১০জন পরিবারের প্রত্যেকের বাড়ীতে চাউল, ডাল, আলু, তৈল, লবন, পিয়াজ, গুড়া হলুদসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, জনসাধারনের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব সাহায্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও মহামারী “করোনা ভাইরাস” (কোভিড-১৯) এর ভয়াবহতা থেকে নিজ, নিজের পরিবার, সর্বোপরি দেশের মানুষ ও দেশকে রক্ষার জন্য সকলকে বিশেষ প্রয়োজন ছাড়া অযথা বাইরে না আসতে অনুরোধ করেন পুলিশ সুপার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১