বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২০

করোনায় খাদ্য সহায়তায় কাউন্সিলর আসাদের ব্যতিক্রমি উদ্যোগ


করোনা ভাইরাসের কারণে বের হতে না পারা মানুষের ঘরে ঘরে বিনামূল্যে কাঁচা সবজি পৌছে দিতে এক ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ।

কারওয়ান বাজার থেকে শাক সবজি, লাউ, পেপেসহ নানা রকম কাঁচা সবজি কিনে তিনি তার নির্বাচনী এলাকার নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করছেন। তার এই কাজে সহায়তা করছেন তার ওয়ার্ডের সিটি করপোরেশনের লোকজন ও কিছু তরুণ। 

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা, শাহবাগ, পরিবাগ ও বাংলামোটরে বিনামূল্যে তিনি সবজিগুলো বিতরণ করেন ।

এ সম্পর্কে আসাদুজ্জামান আসাদ বলেন, করোনায় বিপদে পড়েছে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ। তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দুঃসময়ে তাদের পাশে থাকাইটাই আমাদের কাউন্সিলরদের দায়িত্ব ও কর্তব্য।

দেশে করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হওয়ার পর থেকেই সচেতনতায় নান রকম কাজ করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানোর পাশাপাশি ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেই ছিন্নমূল দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছেন খাবার। কখনো চাল ডাল তেল আলুসহ নিত্য প্রয়োজনীয় খাবার, আবার কখনো রান্না করা খাবারও নিয়ে মানুষের কাছে ছুটে যাচ্ছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১