বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২০

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার থাকলেও রোগীর সংখ্যা কম

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তারগণ। প্রতিনিধির পাঠানো ছবি


প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজিনীয় সংখ্যক ডাক্তার থাকলেও রোগীর সংখ্যা কমেছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। এই উপজেলার মানুষের স্বাস্থ্য নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জরুরি ও বহির বিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ।

প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রোগীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে প্রতিনিয়ত পরামশ্য দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ডাক্তারগণ। প্রতিটি রোগীর চিকিৎসার পূর্বে ডাক্তারগণ সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টি নিশ্চিত করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ দেবাশীষ বিশ্বাস জানান, শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে । কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান ফেলোরের মতো ঘটনাও ঘটতে পারে। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। জনসচেতনতাই পারে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমাতে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যানার ও লিপলেট বিতরণ এবং মাইকিং করা হয়েছে। রোগীদের চিকিৎসা প্রদানের জন্য পরর্যাপ্ত স্বাস্থ্য উপকরণ ও প্রয়োজিনীয় সংখ্যক ডাক্তার থাকলেও আগের তুলনায়ে রোগীর সংখ্যা কমেছে। এ উপজেলায় আজ বুধবার (৮ এপ্রিল ) পর্যন্ত যেসব রোগীদের সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা গেছে, তাদের মধ্যে ৭ জনের করোনা ভাইরাস সনাক্তের জন্য সেম্প্যল সংগ্রহ করে পাঠানো হয়েছিল এর মধ্যে এখন পর্যন্ত ৩ জনের রিপোট নেগেটিভ এসেছে। যেকোন অসুখ হলে ভয় না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার জন্য তিনি আহবান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১