বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২০

মাধবপুরে জনসমাগম রোধ করতে গিয়ে এএসআই গুলিবিদ্ধ


করোনা ভাইরাসের প্রভাব মুক্ত রাখতে জনসমাগম রোধ করতে গিয়ে হবিগঞ্জের মাধবপুরে পুলিশ গুলিবিদ্ধ হয়েছে।

আজ বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশ কয়েকদিন যাবৎ অর্ধশত যুবক জড়ো হয়ে খেলাধুলা করে। এ খবর স্থানীয়দের পক্ষ থেকে পুলিশের কাছে গেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ শাহীন মিয়া সঙ্গীয় ফোর্স ও ইউনিয়ন পরিষদের চৌকিদারসহ জনসমাগম করতে বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে দেবপুর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে নাঈমের নেতৃত্বে যুবকরা পুলিশ ও চৌকিদারের উপর চড়াও হয়। এমন পরিস্থিতিতে আত্মরক্ষার্থে এএসআই শাহীন মিয়া নিজের কোমর থেকে পিস্তল বের করতে গিয়ে তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয় জনগণ ও পুলিশের সহযোগীতায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইমুনা আহত শাহীন মিয়াকে চিকিৎসা দেন।

চৌমুহনী ইউনিয়নের গ্রামপুলিশ রফিক মিয়া জানান, এএসআই শাহিন আহমেদ ও একজন কনস্টেবল গিয়ে খেলতে বাধা দিলে যারা খেলাধুলা করছিল তারা পুলিশের উপর ক্ষিপ্ত হয়। এ সময় এএসআই শাহিন পিস্তল বের করার সময় গুলি লাগে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, মিস ফায়ার থেকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১