বাংলাদেশের খবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২০

কালুখালীতে হটলাইনে ফোন দিলেই পৌঁছে যাবে খাদ্য


রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলায় বসবাসরত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া যে সকল মধ্যবিত্ত মানুষ জনসম্মুখে খাদ্য সামগ্রীর সহায়তা নিতে সংকোচ বোধ করেন তারা হটলাইনে ফোন দিলে পৌছে যাবে খাদ্য সামগ্রী।

দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করছে এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এগিয়ে এসেছে।

হতদরিদ্র মানুষ জনসম্মুখে এ সহায়ত নিলেও মধ্যবিত্ত মানুষ চক্ষুলজ্জায় নিতে পারছে না। তাদের জন্য কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এর সরকারী নাম্বাওে যোগাযোগ করলে পরিচয় গোপন রেখে তাদের বাসায় পৌছে দিবে প্রশাসন। এমনটিই জানানো হয়েছে উপজেলা প্রশাসন ও কালুখালী থানার পক্ষ থেকে।

হটলাইন নাম্বার: উপজেলা নির্বাহী অফিসার- ০১৭৩৩-৩৩৬৪০৬, অফিসার ইনচার্জ-০১৭৬৯-৬৯০০৫০


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১