বাংলাদেশের খবর

আপডেট : ০৯ এপ্রিল ২০২০

শবে বরাত

সিলেটে শাহজালাল (রহঃ) মাজারের গেট বন্ধ ঘোষণা


করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার সিলেটের শাহজালাল (রহ.) দরবারে কোন ইবাদত বন্দেগি করা যাবে না। এ লক্ষে আজ ও আগামীকাল দুই দিন, মাজারের গেট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ।

বুধবার মাজারের গেটে একটি নোটিশ ঝুলানো হয়েছে বলে জানান হযরত শাহজালাল (র.)দরগাহ মাজারের মোতাওয়াল্লি । বৃহস্পতি ও শুক্রবার দুই দিন গেট বন্ধ থাকবে বলে মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান সর্ব সাধারণের জন্য এই আদেশ জারি করেছেন।

মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি, দরগাহ, শাহপরান ও বুরহান উদ্দিন মাজারের মোতাওয়াল্লিদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন। এ বৈঠকে শবে বরাত নিয়ে নানা সিদ্ধান্তের মধ্যে দরগাহ বন্ধের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১