বাংলাদেশের খবর

আপডেট : ১০ এপ্রিল ২০২০

এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন সাদ্দাম আকজ্ঞি


নোবেল করোনাভাইরাস এ কারণে অঘোষিত লকডাউন চলছে সারাদেশ। যানবাহন চলাচল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বাজার দোকানগুলোও আজ বন্ধ। এমন অবস্থায় দিন এনে দিন খাওয়া মানুষগুলোর আয়-রোজগারও পুরোপুরি বন্ধ ।

তবে নেত্রকোনার দুর্গাপুরে এমন হতদরিদ্র, ঘরবন্ধি, অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকজ্ঞি। প্রায় এক হাজার পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী ।

শুত্রুবার বেলা ১২ টার দিকে পৌর শহরের বিরিশিরিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চাউল, আলু, ডাল, তেল, সাবার, লবন ও মাস্ক সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি । পর্যায়ক্রমে উপজেলার আরো ৭২টি ওয়ার্ডে সাড়ে সাত হাজার পিছ সাবান ও সাড়ে সাত হাজার পিছ ফেস মাক্স বিতরণ করেন করা হবে বলে তিনি জানান ।

সাদ্দাম আকঞ্জি জানান, করোনা ভাইরাসের প্রভাবে উপজেলার প্রায় সকল বাজারগুলো বন্ধ থাকায় কাজ করতে পারছেন না নিম্ন আয়ের মানুষ গুলো। ফলে দিন আনে দিন খাওয়া মানুষগুলোর একটুখানি সাহায্যের আশায় বসে । আমরা মাননীয় প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে এইসব নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি যারা সচ্ছল আসছেন তাদেরকেও এই সব মানুষগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। কারন সমাজের প্রতিটি মানুষকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। আর তারা ভালো থাকলেই এ দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে রূপান্তিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১