বাংলাদেশের খবর

আপডেট : ১৩ এপ্রিল ২০২০

ব্যতিক্রম কৌশলে মানুষের পাশে ছাত্রলীগ নেতা

শিশু শিক্ষার্থীদের হাতে খাতা-কলম তুলে দিচ্ছেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম ছবি: বাংলাদেশের খবর


এক সময় হাতে দেখা যায় খাদ্যসামগ্রী, আবার দেখা যায় ওষুধ, কোনো কোনো সময় দেখা যায় প্যাকেট দুধ, আবার খাতা কলমও। এগুলো নিয়ে ছুটে চলছেন মানুষের বাড়ি বাড়ি । এলাকার অসহায় মানুষ, রোগী, শিশু, শিক্ষার্থীদের জন্য কিছু করতে মূলত এ প্রচেষ্টা ।

আচমকা এমন এক যুবককে দেখে অনেকটাই অবাক হয়ে যাচ্ছেন অসহায় হতদরিদ্ররা। প্রাণঘাতি করোনাভাইরাসের মোকাবেলায় ব্যতিক্রমি কৌশলে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়ে এ ভাবে অসহায়দের সহযোগিতা করছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম । সে তার ব্যাক্তিগত উদ্যোগে সামথ্যনূযায়ী প্রতিদিনই নানা কৌশলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ওইসব বিতরণ করছেন। তার এই ব্যতিক্রমি এ উদ্যোগ স্থানীয়দের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।

শেখ আশিকুর রহমান নাঈম বলেন, ব্যক্তিগত উদ্যোগে আমি চেষ্টা করছি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আবার অনেকে আমাকে ফোন দেন তাদের জন্য কিছু করতে। তাই চেষ্টা করছি তাদের বাড়ি বাড়ি গিয়ে কিছু দেয়ার।

তিনি আরো বলেন, এই বিপদে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী খাতা কলম কিনতে পারছে না। তাই অসহায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি শিক্ষা সামগ্রী ও পৌঁছে দেন । এই মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যার যার অবস্থান থেকে অসহায় লোকদের পাশে এসে দাঁড়ালে তাদের কষ্ট অনেকটাই দুর হবে বলেও মনে করেন তিনি ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১