বাংলাদেশের খবর

আপডেট : ১৩ এপ্রিল ২০২০

আজও রাজধানীতে নিষেধাজ্ঞা অমান্য করে বেরিয়ে পড়ছেন মানুষ


আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী নিষেধাজ্ঞা অমান্য করে আজ সোমবারও রাজধানীতে বেরিয়ে পড়ছেন অনেক অসচেতন মানুষ । বাশ দিয়ে রাস্তা বন্ধ করেও লাভ হচ্ছে না। এসব রাস্তার ভেতরে বরং লোক সমাগম আরও বেশি। 

করোনা মোকাবিলায় সাধারণ ছুটিতে ঘরে থাকতে বলা হলেও, নিষেধাজ্ঞা মানছেন না অনেকেই । রাজধানীর সড়কগুলোতেও বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কঠোর অবস্থানে থেকেই সবাইকে ঘরে থাকতে বাধ্য করছে তারা।

করোনাভাইরাস মোকাবিলায় ঘরে অবস্থান করে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। যতই দিন যাচ্ছে, সরকারি নির্দেশনা অমান্য করে মানুষ ততই বেরিয়ে আসছে।


রাজধানীর বিভিন্ন সড়কে মানুষকে অপ্রয়োজনে ঘোরাঘুরি করতে দেখা যায়। বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল। রাস্তায় আছে রিকশার চাপ। যদিও বেশ কিছু সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষ বলছে, কাজ না থাকায় বিপাকে তারা।

সাধারণ মানুষ এখনই সচেতন না হলে, শুধু তাদের পক্ষে এই কাজ কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১