বাংলাদেশের খবর

আপডেট : ১৩ এপ্রিল ২০২০

কাটা পা উদ্ধার করতে পারেনি পুলিশ

নবীনগরে কাটা পা নিয়ে মিছিল, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪৩


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকন্দি-হাজিরহাটি গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আজ সোমবার দুপর পর্যন্ত বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে দুই গ্রুপের দুই নেতাসহ ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র একাট্টা, রামদা, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে জিল্লুর চেয়ারম্যান ও কাউছার মোল্লা গ্রুপের মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল সকালে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আদিম যুগের কায়দায় উভয় পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের পা কেটে নিয়ে আনন্দ মিছিলও করে তারা। এসময় বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট সহ আহতের ঘটনা ঘটে । এলাকায় পুলিশ মোতায়েন  রয়েছে।

উল্লেখ্য, ওই গ্রামে প্রায় দুই যুগের বেশী সময় ধরে দুই প্রভাবশালী আবু মেম্বার ও মোসলেম মেম্বারের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বর্তমান এই দুই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান জিল্লুর রহমান ও কাউছার মোল্লা ।

ওসি রনোজিত রায় বলেন, পুলিশ বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ওই দুই গ্রুপের দুই নেতাসহ ৪৩ জনকে আটক করে । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । তাদের বিরুদ্ধে  কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ।  তবে এখন পর্যন্ত পুলিশ কাটা পা উদ্ধার করতে পারেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১