বাংলাদেশের খবর

আপডেট : ১৪ এপ্রিল ২০২০

বৈশাখ উপলক্ষ্যে জবাই হয়েছে ১০ গরু, বাজারে ভীড় ঠেকাতে পুলিশের মাইকিং


পহেলা বৈশাখ তাই পটুয়াখালীর কলাপাড়ার বানতিবাজারে জবাই করা হয়েছে ১০টি গরু। যা কিনতে মঙ্গলবার সকাল থেকে হাজারো মানুষের ভীড় পড়েছে। অথচ উপজেলা প্রশাসন করোনার প্রভাব মোকাবেলায় জনসমাগম এড়াতে সকল সাপ্তাহিক বাজার বন্ধ ঘোষণা করেছে।

একইচিত্র কলাপাড়া পৌর শহরের। মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন অন্তত সহস্রাধিক ব্যবসায়ী সকাল থেকেই দোকান খুলে বসেছে। প্রশাসনের চোখের সামনে এ দোকান খুলে বসলেও বেলা ১১টার দিকে পুলিশ হ্যান্ডমাইকে জনাসমাগম এড়াতে মাইকিং করে এবং ভ্রাম্যমাণ আদালত নামে। এসময় আট ব্যবসায়ীকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার জগৎবন্ধু মন্ডল জানান, বানাতিবাজারে গরু ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানো হলেও অভিযানের খবর টের পেয়ে তারা পালিয়ে যায়। এছাড়া পৌর শহরে আট ব্যবসায়ীকে ভীড় করে পণ্য বিক্রির দায়ে ২৯ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। সকল সাপ্তাহিক হাট বন্ধে অভিযান চালানো হবে বলে জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১