বাংলাদেশের খবর

আপডেট : ১৪ এপ্রিল ২০২০

১৫টি গ্রাম লকডাউন

কুড়িগ্রামে করোনায় কিশোর আইসোলেশনে


কুড়িগ্রামে করোনায় আক্রান্ত এক কিশোর আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে। আর এফলে এই কিশোরের অবস্থানকে কেন্দ্র করে ১৫টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সাভার ফেরত এক কিশোরের শরীরে করোনা সনাক্ত হওয়ায় তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দুইটি ওয়ার্ডের প্রায় ১৫টি গ্রাম লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার ঐ কিশোরসহ তার পরিবারের চারজনক রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মমেনুল ইসলাম।

করোনা আক্রান্ত কিশোর গত ৭ এপ্রিল ঢাকার সাভার থেকে রৌমারীতর দাঁতভাঙা ইউনিয়নে তার নিজ বাড়িতে আসে। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায়। ১৩ এপ্রিল ঐ কিশোরের শরীরে করোনার পজিটিভ রিপোর্ট আসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১