বাংলাদেশের খবর

আপডেট : ১৫ এপ্রিল ২০২০

সমালোচনা না করে

ত্রাণ নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান প্রধামন্ত্রীর


যারা সরকারের সমালোচনায় ব্যস্ত, তাদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে, গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান গ্রহণের সময় একথা বলেন তিনি।

সরকার তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তারা মানুষকে কোনও সাহায্য করছে না। সমাজের যারা বিত্তবান আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ভিড় এড়িয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে ত্রাণ বিতরণ করেন। যে দলেরই হোক, ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে; সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে সরকার।  ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পান তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালুর কথা জানান সরকার প্রধান।

করোনাভাইরাসের এই দুঃসময় পার করে সবাই যাতে স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারে, সেজন্য তিন বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

এরআগে, পুলিশের মহাপরিদর্শক হিসেবে বেনজীর আহমেদকে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১