বাংলাদেশের খবর

আপডেট : ১৫ এপ্রিল ২০২০

ফুলবাড়ী উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত


দিনাজপুরের ফুলবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক (২৭) শনাক্ত হয়েছে। এই উপজেলায় এটাই প্রথম করোনা রোগী বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

ওই যুবকের বাড়ী ফুলবাড়ী উপজেলার ৬ নং দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামে। সে গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ীতে ফেরে। পরে তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে অবাধে গ্রামসহ হাটবাজার ঘুরাঘুরে করতে শুরু করেন।  এক সময় তার উপসর্গ দেখা দেওয়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত মঙ্গলবার নমুনা রিপোর্ট আসে। এতে ফুলবাড়ীর ওই যুবকের কোভিড-১৯ পজিটিভ আসে।

পার্শ্ববর্তী খয়েরবাড়ী বাজার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক এনামুল হক বলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়াসহ বিভিন্ন গ্রামে এখনও বিভিন্ন এলাকা থেকে ফেরত শ্রমিকরা হোম কোয়ারেন্টিনে না থেকে অবাধে ঘুরে বেড়াচ্ছে। করোনা শনাক্ত যুবকও বাড়ীতে ফিরে আসার পর থেকেই নিজ খেয়ালখুশি মতো ঘুরে বেড়াচ্ছিল। এতে এলাকার কি অবস্থা দাঁড়াবে আল্লাহ জানেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, এ ঘটনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই ওই যুবকের বাড়ী লকডাউন করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে আশপাশের এলাকা লকডাউন করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বলেন, করোনা আক্রান্ত ওই যুবক নারায়ণগঞ্জে গার্মেন্টেসে কাজ করতো। গত ৯ এপ্রিল রাতে সে বাড়ীতে ফিরে আসে। করোনার উপসর্গ দেখা দেওয়ায় ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল মঙ্গলবার নমুনা রিপোর্ট আসে। এতে ফুলবাড়ীর ওই যুবকের কোভিড-১৯ পজিটিভ আসে। এছাড়াও পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিও কোভিড-১৯ পজিটিভ আসে। ফুলবাড়ীর একজনসহ নবাবগঞ্জের তিনজন হোম কোয়ারেন্টিনে থাকলেও বুধবার (১৫ এপ্রিল) তাদেরকে হাসপাতালের আইসোলেশন বিভাগে নেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১