বাংলাদেশের খবর

আপডেট : ১৫ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জে ৪ টন জাটকা জব্দ, ৬ জনের জরিমানা


শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দু’টি পিকআপ ভ্যান বোঝাই ৪ টন জাটকা জব্দ ও ৬ জনকে আটক করে নৌ-পুলিশ। বুধবার সকালে উপজেলার শিমুলিয়া ফেরীঘাটে ওই জাটকা জব্দ করে। বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান এ জরিমানা করেন।

আটককৃতরা হচ্ছে- আব্দুল জব্বার হাওলাদার (৪৬), মো. সুমন হাওলাদার (২৫), রেদোয়ান ইসলাম সজল (২৮), মো. আল আমিন বেপারী (২৮), সুমন খান (২৫) ও সোহেল সরদারকে (১৮) ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, দেশের দক্ষিণবঙ্গ থেকে জাটকা বোঝাই করে দু’টি পিকআপ ভ্যান ঢাকার কারওয়ান বাজার যাচ্ছিল। পথে জেলার লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে পিকআপ ভ্যানে তল্লাসি চালিয়ে ৪ টন জাটকা জব্দ করে। এ সময় দু’টি পিকআপ ভ্যানের চালকসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। জব্দ করা জাটকা স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১