বাংলাদেশের খবর

আপডেট : ১৫ এপ্রিল ২০২০

সৌদি আরব থেকে ৩১২ বাংলাদেশি ফিরলেন বিশেষ ফ্লাইটে


সৌদি আরব থেকে ৩১২ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

ওই ফ্লাইটের যাত্রীরা সৌদি আরবের কারাগারের ও ওমরাহ করতে গিয়ে আটকে পড়েছিলেন।

এর আগে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সৌদি আরবের কারাগারে থাকা ও আটকে পড়া ওমাহ যাত্রীদের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

গত ৯ এপ্রিল আটকে পড়া ওমরাহ যাত্রী এবং ডিটেনশনে থাকা বাংলাদেশিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় সেটা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১