বাংলাদেশের খবর

আপডেট : ১৬ এপ্রিল ২০২০

নোয়াখালীতে মৃত রাজমিস্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন


নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্ত বমিতে মারা যাওয়া এক ব্যক্তির শরীরে করোনা প্রজিটিভ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ই এপ্রিল), ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার। নিহত ব্যক্তি কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড উন্দানিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রবিবার (১২ই এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা যান তিনি। পরদিন সোমবার নিহত ব্যক্তি, তার স্ত্রী ও মায়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয় এবং নিহতের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

তবে তার স্ত্রী ও মায়ের করোনা নেগেটিভ। মৃতের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে তা চট্টগ্রাম পাঠানো হবে। পরিস্থিতি বিবেচনা করে মৃতের পরিবারের সদস্যদের আইসোলেশনেও রাখা হতে পারে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১