বাংলাদেশের খবর

আপডেট : ১৭ এপ্রিল ২০২০

ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত


ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি আজ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তি ছাগলনাইয়ায় উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রাম এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকার নারায়নগঞ্জ থাকতেন। করোনা চলমান লকডাউন পরিস্থিতির পর তিনি গ্রাামের বাড়িতে আসেন। তার বয়স ২৯ বছর। বর্তমানে তার বাড়ির এলাকাটি লকডাউন করা হয়েছে।

ফেনীর সিভিল সার্জন সজ্জাদ হোসেন জানান, আক্রান্ত ব্যক্তির জ্বরসহ শ্বাসকষ্ট দেখা দিলে গত ১৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার বিআইটিআইডি পরীক্ষাগারে পাঠানো হয়। পরে আজ শুক্রবার তার ফলাফল পজেটিভ আসে। 

তিনি আরও জানান, বর্তমানে রোগী বাড়িতেই অবস্থান করছেন। সেখানে তিনি পারিবারিক আইসোলেশনে আছেন। জেলা স্বাস্থ্য বিভাগ তাড় দেখাশুনা করছেন। তবে অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১