বাংলাদেশের খবর

আপডেট : ১৯ এপ্রিল ২০২০

হাজীগঞ্জে লকডাউন অমান্য করায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


চাঁদপুরে হাজীগঞ্জে লকডাউন অমান্য করে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া অন্য দোকান খোলা রাখায় ৯ দোকানদারকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হাজীগঞ্জের সঙ্গে রামগঞ্জ ও ফরিদগঞ্জের যোগাযোগ সড়ক বন্ধ করে সেখানে গাড়ী ও জনগণ চলাচল বন্ধ করে স্বেচ্ছাসেবী দিয়ে পাহারা বসানো হয়েছে।

রোববার সকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা করেন। এছাড়াও বাজারে বিনা কারণে হাটাচলা করার দায়ে পথচারীদের সাবধান করেন।

১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু জানান, রামগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার সাথে হাজীগঞ্জের যোগাযোগ বন্ধ করে সেখানে স্বেচ্ছাসেবক পাহারা বসানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া স্যার এসে এর তদারকী করেছেন। রোববার সকালে ডাটরার নয়খুনি এলাকায় এ পথ বন্ধ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়ার সাথে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুর রশিদ ও সেনাবাহিনীর একটি টিম তাকে সহযোগিতা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১