বাংলাদেশের খবর

আপডেট : ২০ এপ্রিল ২০২০

লৌহজংয়ে কর্মহীন পরিবহন ও নৌযান চালক-শ্রমিকদের ত্রাণ দেবে প্রশাসন


করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কর্মহীন হয়েপড়া পরিবহন ও নৌযান চালক-শ্রমিকদের সরকারের পক্ষ থেকে ত্রাণসহায়তা দেবে উপজেলা প্রশাসন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লৌহজং উপজেলার ইজিবাইক, রিকশা ও ভ্যানচালক এবং শিমুলিয়া ফেরিঘাটে চলাচলকারী লঞ্চ, ট্রলার ও সিবোট বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করা চালক ও শ্রমিকদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তালিকা পাঠানোর জন্য বলা হয়েছে।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, করোনার প্রভাবে উপজেলার কর্মহীন পরিবহন ও নৌযান চালক-শ্রমিকরা যেন পরিবার নিয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন না করে, সেজন্য তাদের খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন ও নৌযান চালক-শ্রমিকদের তালিকা চেয়ে ইতিমধ্যে ইউপি চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১