বাংলাদেশের খবর

আপডেট : ২১ এপ্রিল ২০২০

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি তিন হাজার ছাড়িয়েছে


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনা ভাইরাসে বিদেশিদের আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েই চলছে। এর সঙ্গে বাড়ছে বাংলাদেশের নাগরিকদের আক্রান্তের সংখ্যা। সিঙ্গাপুরে গতপরশু পর্যন্ত ২হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর আরো দুদিন অতিক্রম করেছে । যারমধ্যে খুব অল্প সংখ্যক সিঙ্গাপুরের নাগরিক। বাকিরা সব বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা অন্য কোন দেশের।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অবশ্য গতকাল এক দিনেই দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এঁদের মধ্যে ১৬ জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা বিভিন্ন দেশের। আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা বেশি। সে হিসেবে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি তিন হাজার ছাড়িয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১