বাংলাদেশের খবর

আপডেট : ২২ এপ্রিল ২০২০

সখীপুরে ১২ বস্তা চাল উদ্ধার, আটক ২


টাঙ্গাইলের সখীপুরে ১০টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

এসময় ভাতকুড়া বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যায়। ত‌বে বাড়ির মালিক হাসান মিয়া (২৭) ও ঠান্ডু মিয়াকে (৪৫) আটক করা হয়ে‌ছে। হাসান ভাতকুড়া গ্রামের দারোগ আলীর ছেলে ও  ঠাণ্ডু একই গ্রামের দাগো মিয়ার ছেলে। তারা টাঙ্গাইল ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত ব‌লেন, গত শনি ও রোববার রাতে ওই দুইটি বাড়ি থেকে অটো ভ্যান করে কমপক্ষে ১০-১২ বস্তা চাল পাচার করার গোপন খব‌রে অ‌ভিযান চালা‌নো হয়। খাদ্যবান্ধব কর্মসূচির সং‌শ্লিষ্ট ডিলার‌কেও গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১