বাংলাদেশের খবর

আপডেট : ২৩ এপ্রিল ২০২০

করোনায় বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দেশের চেয়ে সিঙ্গাপুরেই বেশি

প্রায় চার হাজার বাংলাদেশি আক্রান্ত সিঙ্গাপুরে


করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে কোনো বাংলাদেশি এখন পর্যন্ত মারা বা গেলেও সেখানে আক্রান্তের সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি। সিঙ্গাপুরে প্রায় চার হাজার বাংলাদেশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন সূত্রে বুধবার জানা যায়, সিঙ্গাপুর সরকার আক্রান্ত বাংলাদেশির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে না জানালেও বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে প্রায় চার হাজার বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে, একদিনে আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন স্থানীয়। বাকি এক হাজার একজন বিদেশি। সবমিলিয়ে দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমিত লোকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

তবে এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্ত বাংলাদেশিদের কারও অবস্থাই গুরুতর নয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১